টপ ৫: ফিফা ২০ এর সেরা ফুটবলার
বিশ্বব্যাপী মাঠের ফুটবল যেমন সবচেয়ে জনপ্রিয় খেলা তেমনি গেমস প্রিয় মানুষদের কাছেও ইএ স্পোর্টসের ফিফা গেমসটিও অনেক বেশি জনপ্রিয়। বিশ্বেজুড়ে প্রতি বছর কোটি কোটি কপি বিক্রি হয়ে থাকে ফুটবলের সবচেয়ে জনপ্রিয় গেমস ফিফা। ইএ স্পোর্টস নিয়মিত বিরতিতে নতুন সংস্করণ বাজারে প্রকাশ করে থাকে। আর সেই ধারাবাহিকতায় ইএ স্পোর্টস বাজারে ছেড়েছে তাদের জনপ্রিয় এই গেমসের সর্বশেষ সংস্করণ ফিফা ২০। চলুন দেখে ফিফা ২০ এর এই সংস্করণে সেরা ৫ জন ফুটবলার কে কে:
ফিফা ২০ এর সেরা ৫ ফুটবলার
কেভিন ডি ব্রুইন

তালিকার ৫ম স্থানে রয়েছে বেলজিয়াম এবং ম্যানচেস্টার সিটির এটাকিং মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। তিনি বর্তমান সময়ের অন্যতম সেরা প্লে-মেকার।
কেভিন ডি ব্রুইন সবচেয়ে ভালো পাস দেওয়ার ক্ষেত্রে। এই ক্ষেত্রে তার রেটিং ৯২। আর ফিফা ২০ এ কেভিন ডি ব্রুইনের সর্বমোট রেটিং পয়েন্ট ৯১।
ইডেন হ্যাজার্ড

ফিফা ২০ এর সেরা ফুটবলারের তালিকার ৪র্থ স্থানে রয়েছে কেভিন ডি ব্রুইনের স্বদেশী এবং স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের ফুটবলার ইডেন হ্যাজার্ড।
ইডেন হ্যাজার্ড সবচেয়ে ভালো ড্রিবলিং এবং গতির দিক দিয়ে। এক্ষেত্রে তার রেটিং যথাক্রমে ৯৪ এবং ৯১। আর ফিফা ২০ এ ইডেন হ্যাজার্ডের সর্বমোট রেটিং পয়েন্টও ৯১।
নেইমার জুনিয়র

তালিকার পরবর্তী স্থানে আছেন বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার নেইমার জুনিয়র। ব্রাজিলীয় এই ফুটবলার ক্লাব পর্যায়ে প্যারিস সেইন্ট জার্মেইন এর হয়ে খেলে থাকেন।
নেইমার জুনিয়র সবচেয়ে ভালো ড্রিবলিং এবং গতির দিক দিয়ে। এক্ষেত্রে তার রেটিং যথাক্রমে ৯৫ এবং ৯১। আর ফিফা ২০ এ নেইমারের সর্বমোট রেটিং পয়েন্ট ৯২।
ক্রিস্টিয়ানো রোনালদো

ফিফা ২০ এর সেরা ফুটবলারের তালিকার ২য় স্থানে আছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এবং জনপ্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের এই ফুটবলার ক্লাব পর্যায়ে ইতালিয়ান সিরিআর ক্লাব জুভেন্টাসের হয়ে খেলে থাকেন।
ক্রিস্টিয়ানো রোনালদো সবচেয়ে ভালো শ্যুটিং এবং গতির দিক দিয়ে। এক্ষেত্রে তার রেটিং যথাক্রমে ৯৩ এবং ৯০। আর ফিফা ২০ এ রোনালদোর সর্বমোট রেটিং পয়েন্ট ৯৩।
লিওনেল মেসি

ফিফা ২০ এর সেরা ফুটবলার হলেন লিওনেল মেসি। তিনি বর্তমান সময়ের অন্যতম সেরা এবং তর্কাতিত সর্বকালের সেরা ফুটবলার। ২০১৯ সালেও তিনি ফিফার সেরা ফুটবলার (দ্য বেস্ট) নির্বাচিত হয়েছেন। আর্জেন্টিনার মেসি ক্লাব পর্যায়ে খেলেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে।
লিওনেল মেসি সবচেয়ে ভালো ড্রিবলিং, শ্যুটিং এবং গতির দিক দিয়ে। এক্ষেত্রে তার রেটিং যথাক্রমে ৯৬, ৯২ এবং ৯২। আর ফিফা ২০ এ মেসির সর্বমোট রেটিং পয়েন্ট ৯৪।