সালমান শাহ, বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন। সারা দেশ জুড়ে সমস্ত চলচ্চিত্র প্রেমিক তাকে ভালোবাসে এবং প্রশংসা করে খুব অল্প সময়ের মধ্যে আমাদেরকে অনেকগুলি ভালো চলচ্চিত্র উপহার জন্য । কিন্তু আপনি কি জানেন ছোট্ট এই ক্যারিয়ারে সালমান শাহর সেরা মুভি কোনটি?
আর তাই সকল সিনেমা প্রেমীর ভালোবাসায় সিক্ত নায়ক ” সালমান শাহ্ ” এর সেরা পাঁচ নিয়ে আমাদের আজকের আয়োজন “Top 5: Best Movies of Salman Shah | সালমান শাহর সেরা মুভি – বাংলা | FactsBD”।