টপ ৫: গুগল সম্পর্কে জানা অজানা তথ্য
বর্তমান সময়ে গুগল সম্পর্কে কে না জানে! দুনিয়া জুড়ে প্রতিদিন কোটি কোটি মানুষ ব্যবহার করছেন এই গুগল, এবং অনেকের কাছেই এটি তাদের ইন্টারনেট কার্যক্রমের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। তবে এতসবের মাঝে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই সার্চ ইঞ্জিন এখন আর শুধুই একটি সার্চ ইঞ্জিন নয়, এক বিশাল প্রযুক্তি কোম্পানি। ইউটিউব, অ্যান্ড্রয়েড, জিমেইলের মত অনেক বড় বড় প্লাটফর্মও গুগলের দখলেই। যাই হোক, আজকে আমরা গুগল সম্পর্কে এমন কিছু জানা অজানা তথ্য জানবো যা হয়তো আপনি আগে জানতেন না।
গুগল সম্পর্কে জানা অজানা তথ্য
গুগলের প্রথম টুইট

গুগলের প্রথম টুইটটি ছিল খুবই মজার এবং উদ্ভাবনী। ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ সকাল ৬:০৪ এ টুইটটি করা হয়। টুইটটি ছিল এরকম “I’m 01100110 01100101 01100101 01101100 01101001 01101110 01100111 00100000 01101100 01110101 01100011 01101011 01111001 00001010″।
কিন্তু এটা কি? দেখে তো মনে হচ্ছে বাইনারি নাম্বার, তাই না? হ্যাঁ, এটি আসলে একটি বাইনারি নাম্বারই। এটি গুগলের বিখ্যাত একটি লাইনের বাইনারি নাম্বার। আর যা হল “I’m feeling lucky.”।
গুগলের প্রথম নাম ছিল “ব্যাকরাব”

গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন এই প্রতিষ্ঠানের প্রথম নাম দিয়েছিলেন “ব্যাকরাব“, সেই ১৯৯৬ সালে। তখন তারা ওয়েব ক্রলার (যে পদ্ধতিতে একটি ওয়েবসাইট আরেকটি ওয়েবসাইটকে খুঁজে বের করে এবং সেগুলোর অতীত লিংকের ওপর ভিত্তি করে ওয়েবপেইজ র্যাংক করে) নিয়ে কাজ করছিলেন। ব্যাকরাব স্ট্যানফোর্ডের সার্ভারে এক বছরেরও বেশি সময় অ্যাক্টিভ ছিল।
গুগলের প্রথম স্টোরেজটি লেগো দিয়ে তৈরি হয়েছিল

গুগল যখন “ব্যাকরাব (BackRub)” নামে পরিচিত ছিল তখনকার ঘটনা এটি। গুগলের প্রথম স্টোরেজটি এখন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে প্রদর্শিত হয়। তবে আপনি জেনে অবাক হতে পারেন যে গুগলের প্রথম স্টোরেজটি তৈরি হয়েছিল লেগো দিয়ে (হ্যাঁ, ঠিকই ধরেছেন। শিশুদের অন্যতম একটি জনপ্রিয় খেলনা হলো এই লেগো।)।
এতে স্টোরেজ ছিল প্রায় ৪০ জিবি, যা বর্তমানের সময়ে কিছুই নয় গুগলের কাছে। এই ৪০ জিবি স্টোরেজ করা হয়েছিল ১০ টি ৪ জিবি স্টোরেজ কানেক্ট করে।
গুগলের প্রথম ডুডল

গুগল বর্তমানে বিশ্বজুড়ে চলমান বিভিন্ন ইভেন্ট এবং স্মরণীয় দিনগুলোতে গুগল ডুডল প্রকাশ করে থাকে। তবে আপনি জেনে অবাক হবেন গুগলের প্রথম ডুডলটির বার্তা ছিল “out of office (অফিসের বাইরে)”, যা ১৯৯৮ সালের ৩০ অগাস্ট প্রকাশিত হয়।
সেদিন ল্যারি আর সের্গেই একটি উৎসবে যোগদানের জন্য নেভাদা গিয়েছিলেন, আর তখনি প্রথম ডুডলের আইডিয়াটি আসে। তারা এমন একটি ডুডল প্রকাশ করে যায়, যাতে গুগলের ব্যবহারকারীরা বুঝতে পারেন যে, তারা অফিসের বাইরে আছেন এবং সার্ভার ক্র্যাশের মতো প্রযুক্তিগত সমস্যাগুলি এই মুহূর্তে ঠিক করতে পারবেন না। আর এরপর থেকেই ডুডল গুগলের একটি ঐতিহ্যে পরিণত হয়। বিশেষ বিশেষ দিন বা ব্যক্তিত্বের উপলক্ষে বিশেষভাবে করা শিল্প গুগলের চেহারায় ভেসে ওঠে।
গুগল ছাগল ভাড়া করে

গুগল সবসময়েই বলে, তারা সবুজ উদ্যোগকে সমর্থন করে। আর এরই বহিঃপ্রকাশের একটি হলো ছাগলের মাধ্যমে লনের ঘাসকাটা। ক্যালিফোর্নিয়ায় গুগল সদর দপ্তরের লনের ঘাসগুলো নিয়মিতভাবে কেটেছেটে ঠিকঠাক রাখা এবং আগাছা দূর করার জন্য, California Grazing নামক একটি কম্পানি থেকে তারা এই ছাগল ভাড়া করে। তাই, আপনি যদি কখনো গুগলের সদর দপ্তরে যান, ছাগল দেখে ভড়কে জাবেন না কিন্তু।