পৃথিবীতে এখন পর্যন্ত যত যুদ্ধ-বিগ্রহ হয়েছে তাদের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ অন্যতম ভয়াবহ। ১৯১৪ থেকে ১৯১৮ সাল পর্যন্ত সংঘটিত এই মহাযুদ্ধের ব্যাপ্তি, হতাহতের সংখ্যা এবং ধ্বংসযজ্ঞ অতীত কালের সকল যুদ্ধের নৃশংসতা কে হার মানিয়েছে! শুধু তাই না, যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বিশ্ব আগে কখনো অবলোকন করেনি। প্রায় ৬০ মিলিয়ন ইউরোপীয়সহ আরো প্রায় ৭০ মিলিয়ন সামরিক বাহিনীর সদস্য এই যুদ্ধে একত্রিত হয়। এই যুদ্ধের ফলে পরবর্তী সময়ে এর সাথে যুক্ত দেশগুলোর রাজনীতিতে বিরাট পরিবর্তন হয়। অনেক দেশে এটা বিপ্লবেরও সূচনা করে। তো চলুন দেখে নেই ভয়াবহ এই প্রথম বিশ্বযুদ্ধের কিছু বিরল ছবি।
প্রথম বিশ্বযুদ্ধের কিছু বিরল ছবি [রঙিন ছবি]
বিশেষ দ্রষ্টব্য: ছবিগুলো পরবর্তীতে রঙিন করা হয়েছে।

আলসেসের পশ্চিম ফ্রন্টের কাছে বিশ্রামরত ফ্রেঞ্চ সেনাবাহিনীতে যোগদান করা সেনেগালিজ সৈন্যরা।

ফ্রান্সের আইসিনের যুদ্ধের সময় ধ্বংসাবশেষের মধ্যে ফরাসি মেশিনগানাররা।

ব্রিটিশ সৈন্যরা ওয়েস্ট ফ্লান্ডার্সের মেসিন্সের নিকটে জার্মানদের অবস্থানের নীচে ২১ টন বিস্ফোরক নিয়ে বিস্ফোরণ করে। এতে প্রায় ৪৫ মিটার গভীর গর্ত হয়। আর কিছু সৈন্য সেই গর্তটি দেখছে। পরমাণু বিস্ফোরণ ছাড়া বিস্ফোরণগুলির মধ্যে এটি ইতিহাসের বৃহত্তম বিস্ফোরণ। এই বিস্ফোরণে ১০,০০০ জন সেনা মারা গিয়েছিল এবং ডাবলিন থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল।

দুইজন আফ্রিকান ফরাসী সৈন্যরা পশ্চিম ফ্রন্টে খাবার প্রস্তুত করছে।

ফ্রান্সের রেইমসে সৈন্যদের সরঞ্জামের পাশে একটি ছোট মেয়ে পুতুল ধরে আছে।

আইসিনের যুদ্ধের সময় ৩৭০ তম পদাতিক রেজিমেন্টের ফরাসী সৈন্যরা স্যুপ খাচ্ছে।

ফরাসী সৈন্যরা ফ্রান্সের রেইমসে একটি ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপের মধ্য দিয়ে খুঁড়ছে।

ফ্রান্সের বোর্বার্গ মাঠের হাসপাতালের সামনে চিকিৎসক, নার্স এবং মেডিকেল কর্মীরা।

আলসেসের হিটার্জবাচে সামনের কাছে একটি ফরাসী ঘাঁটি।

সুইজারল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে একটি বেষ্টনীর পিছে থাকা সুইস সীমান্তর একদল রক্ষী।

পশ্চিমা ফ্রন্টের কাছে একটি ৩৭০ মিমি রেল বন্দুকের পাশে ফরাসী সৈন্যরা।

ফ্রান্সের সোইসন্সের সেন্ট পল হাসপাতালে যুদ্ধক্ষেত্র থেকে আহত সৈন্যরা।

আলসেসের মুশ শহরে পাহাড়ের ধারে একটি ফরাসী সামরিক কবরস্থান।
ইমেজ ক্রেডিট: PAUL CASTELNAU/GALERIE BILDERWELT/GETTY IMAGES